সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলীর মুন্সি বাজার বেদেপল্লী ও বেড়িবাদ এলাকায় বিতরণ করা হয় এসব কম্বল।
জেলা পুলিশের আয়োজনে পুনাকের সভানেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম-সেবা)।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ওসি (অপারেশন) আব্দুল গফফার, ডিবির অফিসার ইনচার্জ মামুনুর রশিদ সহ পুনাকের সব সদস্যবৃন্দ।
এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে শীতের সময় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে শীতের শুরু থেকেই।