নিখোঁজ বিজ্ঞপ্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৩

নিখোঁজ বিজ্ঞপ্তি

 

নিখোঁজ বিজ্ঞপ্তি
নিখোঁজ বিজ্ঞপ্তি 

নিখোঁজ বিজ্ঞপ্তি - সন্ধান দিন!

কৌশল্যা রানী ,(৩৫) নামের এই মেয়েটি  বুধবার(১৫ ফেব্রুয়ারী) তার নিজ   বাড়ির এলাকা চর-রামনগর, আকোটের চর, সদরপুর থেকে সকাল ১০টার দিকে রাগ করে বেরিয়ে যায়। সে মানসিকভাবে অসুস্থ। উচ্চ শিক্ষিত হওয়ায় বচন ভঙ্গিতে সেটা বোঝা যায় না। সর্বশেষ তাকে চরভদ্রাসন গোপালপুর ঘাট থেকে লঞ্চে পদ্মা পাড় হয়ে মঈনুট থেকে ঢাকা গুলিস্থানের বাসে উঠেছে বলে জানা যায়। তারপর থেকে তার আর কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। তার পরনে কমলা কালারের সালোয়ার-কামিজ ছিলো। এ ব্যাপারে সদরপুর থানায় জিডি নং ৮০১,তাং-১৫/০২/২০২৩ইং। 


কোন সহৃদয়বান ব্যাক্তি মেয়েটিকে দেখে থাকলে নিকটবর্তী থানা অথবা তার বাবার সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।


বাবার নাম: অধীন্য কুমার ব্যাপারী, গ্রাম-কাচারী ডাঙ্গী, পোঃ আকোটের চর, থানা -সদরপুর, জেলা-ফরিদপুর। মোবাইল : ০১৭৭৬-৬১৫২৪৬ ফরিদপুর।





Post Top Ad

Responsive Ads Here