ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩

ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

 


ফরিদপুর প্রতিনিধি :  

ফরিদপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ চলছে। হা-মীম গ্রুপের সৌজন্যে সপ্তাহব্যাপী এই উপহার বিতরন করছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে আজাদ। সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার দশ হাজার দরিদ্র মানুষের হাতে পৌছে দেয়া হচ্ছে চাল, ডাল, সেমাই, তেল ও চিনিসহ একটি প্যাকেট। 


মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের ধলারমোড়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য বিপুল ঘোষ।  


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নূসরাত তানিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী। 


অনুষ্ঠানে বিপুল ঘোষ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এই রমজান মাসে কোন ইফতার পার্টি যাতে না করা হয় তাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন। উপহার বিতরণে যারা নানা ভাবে বাধা দিতে চায় তারা কেন এই অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন না। আমরা চাই সকল বিপদে আপদে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা মানুষের মূল্যায়ন হইক।

Post Top Ad

Responsive Ads Here