ফরিদপুর সদরের ইউপি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৬, ২০২৩

ফরিদপুর সদরের ইউপি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

 


সঞ্জিব দাস, ফরিদপুর : 

ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল সাড়ে ৯টায় কবি জসীম উদদীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। 


সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।


এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক আশিকুল হক, বিপুল চন্দ্র দাস, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান, কোতোয়ালি থানার ওসি এমএ জলিল প্রমুখ।


এ সময় প্রধান অতিথি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজ সামনের দিনে আপনাদের আয়না হিসেবে কাজ করবে। এমন কোন কাজ করবেন না যার জন্য জবাবদিহিতা চলে আসে। আপনাদের মাথা নিচু হয়ে যায়। সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের মূল্যায়ন করবেন চেয়ারম্যানরা। তিনি বলেন তাদের সাথে একত্রে বসে কথা বলে সবকিছু করবেন। তা না হলে বারবার আপনাদেরকে তারা অনাস্থা আনবে যা আপনাদের জন্য মোটেও শুভ জনক হবে না। 


সামনের পাঁচটি বছর যারা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে তাদেরকে সাধারণ মানুষ আবারও ভোট দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করবে আর যারা এর ব্যত্যয় ঘটাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা।


এর আগে গত ১৬ মার্চ সদর উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।


শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ১১, সংরক্ষিত নারী সদস্য ৩৩, সাধারণ সদস্য ৯২ মোট ১৪৩ জন শপথ নেন।  






Post Top Ad

Responsive Ads Here