ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিক নগর গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে মারপিটের শিকার হলেন মা ও বোন। গ্রামের মৃত মিলন খানের স্ত্রী লিপি বেগমকে(৬০) তার বড় ছেলে মিঠুন খান শনিবার(২০ মে) দুপুর সাড়ে বারোটার সময় মারপিট করে। এ সময় তার বোন মিলি মাকে রক্ষা করতে আসলে তার ওপরও হামলা করে আহত করে মিঠুন।
এ বিষয়ে তার মা লিপি বেগম জানান, বাড়ির মেহগুনি গাছ কাটার খরচের টাকা দুই ভাইকে দিতে বলায় বড় ছেলে খরচের টাকা দিবেনা বলে জানায়। এই খরচের টাকা আমার ছোট ছেলেকে দিতে বলে মিঠুন। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিঠুন রাগান্বিত হয়ে আমার উপর চড়াও হয়ে আমাকে কিল ঘুষি মারে। ঘুষি আমার নাকের উপর লাগলে নাক ফেটে যায়। এ সময় আমার ছোট মেয়ে মিলা এগিয়ে আসলে তার বোনকেও মারধর করে মিঠুন।
বোন মিলা জানান, আমরা দুই ভাই-দুই বোন বাবার ব্যবসার লক্ষ লক্ষ টাকা সব গ্রাস করছে বড় ভাই মিঠুন। আমার ছোট ভাই রিপন খান ঢাকায় একটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। ছোট ভাই ও আমাদের দুই বোনকে বাবার সম্পদ না দিয়ে সব একা ভোগ করতে চায় বড় ভাই। মা কে তার হাত থেকে বাঁচাতে গেলে সে আমাকে চুল টেনে থাপ্পড় কিল-ঘুষি মারে। নেশাগ্রস্ত আমার বড় ভাই মিঠুন প্রায়ই আমার মা এবং আমারদের উপর চড়া হয়ে মারধর করে।
এ বিষয়ে মিঠুনের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মাকে মারধরের ঘটনা মিথ্যা। বোনকে মেরেছি, মা আমার বিরুদ্ধে মিথ্যা বলেছে।
এদিকে স্থানীয়রা মায়ের গায়ে হাত দেওয়ার অপরাধে নেশাগ্রস্ত ছেলের বিচারের দাবি জানিয়েছেন।