ফাঁকা রাস্তায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২৯, ২০২৩

ফাঁকা রাস্তায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা

ফাঁকা রাস্তায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা ।
ফাঁকা রাস্তায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা ।


নিজস্ব প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বকুল শেখ নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


রোববার রাত ৮টার দিকে লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বকুল শেখ কুমড়ি পূর্বপাড়া গ্রামের ফরিদ শেখের ছেলে। তিনি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।



জানা গেছে, রাতে কুমড়ি পূর্বপাড়া বাজারে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বকুল শেখ। এ সময় রাস্তায় ফাঁকা জায়গায় পৌঁছালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


নিহতের ছেলে জাকির হোসেন ওরফে রনি শেখ বলেন, যারা কুপিয়েছে তাদের চিনেছেন আমার আব্বা। আমার কাছে নাম তাদের বলে গিয়েছেন। একই গ্রামের পাগলের ছেলে আজমল, আয়নালের ছেলে হোসেন, রুবেল, মাহমুদ, আনছারের ছেলে ইয়ামিনসহ অজ্ঞাত বেশ কয়েকজন আমার আব্বুকে কুপিয়ে হত্যা করেছে। আজমল ও আয়নাল পেশায় ডাকাত। পুলিশ তাদের মাঝে মধ্যে গ্রেফতার করতো। তখন তারা আমার আব্বুর দোষ দিতেন। সেই শত্রুতার কারণে আমার আব্বুকে কুপিয়ে হত্যা করেছেন তারা। 



লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।






Post Top Ad

Responsive Ads Here