ফরিদপুরে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০২, ২০২৩

ফরিদপুরে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
ফরিদপুরে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের সদরপুরে এলজিইডির নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের একটি  তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


বৃহস্পতিবার জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে।পরিবারের পক্ষ থেকে মামলা না করায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তরের পর তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।


জানা যায়, সদরপুর উপজেলার ভাষানচরের জমাদার ডাঙ্গীতে এলজিইডির আওতায় মেসার্স আসিফ ইমতিয়াজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ২৫ মিটার দীর্ঘ একটি ব্রিজের নির্মাণ কাজ করছে। ব্রিজের পিলার তৈরির জন্য নিচের মাটি কেটে পাশেই উঁচু স্থানে স্তূপ করে রাখা হয়েছিল।


বুধবার (৩১ মে) সকালে পিলারের সেন্টারিংয়ের কাজ করার সময় পাশের মাটির স্তূপ ধসে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। খবর পেয়ে সদরপুর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


এ ব্যাপারে ফরিদপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বক্তব্য দিতে অস্বীকৃতি জানান ।


ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি মর্মান্তিক ৷ কারো কোনো ত্রুটি ছিল কি-না সেটি অবশ্যই তদন্ত করে দেখা হবে।



Post Top Ad

Responsive Ads Here