ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শ্রীমদ্ভগবদগীতার মূল শ্লোক ও সহজ উচ্চারণ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে ফরিদপুর শ্রী অঙ্গনে এর উদ্বোধন করেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী।
এ সময়ে উপস্থিত ছিলেন শ্রীমৎ মানুষ বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, শ্রীমদ্ভগবদগীতার মূল শ্লোক ও সহজ উচ্চারণ এর লেখক গীতা শ্রাস্ত্রী পবিত্র বন্ধু দাস, শ্রীমৎ রুদ্র বন্ধু ব্রহ্মচারী প্রমূখ।
এ সময় শ্রীমদ্ভগবদগীতার মূল শ্লোক ও সহজ উচ্চারণ লেখক গীতা শ্রাস্ত্রী পবিত্র বন্ধু দাস বলেন, ভাষাগত দুর্বোধ্যের কারণে অনেকের শ্রীমদ্ভগবদগীতার পাঠ করতে তাদের অসুবিধা হয়। আর এই অসুবিধার কথা চিন্তা করে অতি সহজ সরল বাংলা ভাষায় তাদের জন্য আমি বিগত দুই বছরের চেষ্টায় শ্রীমদ্ভগবদগীতার সহজ পাঠ পদ্ধতি নিয়ে এসেছি। এতে বাংলা ভাষাভাষীদের শ্রীমদ্ভগবদগীতা পাঠ পদ্ধতি অনেক সহজ হবে। আমার বিশ্বাস শ্রীমদ্ভগবদগীতার মূল শ্লোক ও সহজ উচ্চারণ গীতাটি সকল কৃষ্ণ ভক্ত দের পাঠ অধ্যায়নে এখন থেকে আর সমস্যায় পড়তে হবে না।