সালথায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০২, ২০২৩

সালথায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ

সালথায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ
সালথায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ


শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১ জুন) দিনব্যাপী ফরিদপুর পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এই পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন হতে শতাধিক পাটচাষী প্রশিক্ষণ অংশ নেয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান, ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ মজিবর রহমান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমীন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইউডিএফ ইউজিডিপি কর্মকর্তা মোঃ রিফাত রিয়াজ, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।


প্রশিক্ষণে বক্তারা বলেন, পাট বর্তমানে কেবল দড়ি, চট বা বস্তা তৈরির আঁশ নয়। পাটের ব্যবহার এখন বহুমুখী বর্তমানে ২শত ৮১ ধরনের বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র থেকে শুরু করে উন্নত মানের শাড়ি, স্যুট,প্যান্ট এমনকি জিন্স বা ডেনিমও পাট থেকে তৈরি হচ্ছে। সর্বাধুনিক মডেলের গাড়ির বডি,ঢেউটিন সহ অন্যান্য উপাদান তৈরিতে কাঁচামাল হিসেবে ও ব্যবহার হচ্ছে বাংলাদেশের এই পাট।এছাড়াও পাট ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই পাট চাষের উপর চাষীদের আগ্রহ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একজন সরকার পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামুল্যে পাটবীজ, সার,বালাইনাশক,কৃষি যন্ত্রপাতি সরবরাহ সহ প্রকল্পের মাধ্যমে পাট চাষের উন্নত কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছে।


প্রশিক্ষণ প্রদান শেষে পাটচার্ষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।




Post Top Ad

Responsive Ads Here