কাউখালীতে নিম্নমানের ঔষধ ব্যবহার করার ফলে কৃষকদের সবজির বাগানের ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ২৯, ২০২৪

কাউখালীতে নিম্নমানের ঔষধ ব্যবহার করার ফলে কৃষকদের সবজির বাগানের ক্ষতি

কাউখালীতে নিম্নমানের ঔষধ ব্যবহার করার ফলে কৃষকদের সবজির বাগানের ক্ষতি
কাউখালীতে নিম্নমানের ঔষধ ব্যবহার করার ফলে কৃষকদের সবজির বাগানের ক্ষতি


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে চলমান রবি মৌসুমে শৈত প্রবাহ, কুয়াশা, অসময়ে বৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে  মাঠে সবজি সহ ফসলের বিভিন্ন রোগে আক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাচ্ছে। 


ফলে কৃষকরা অনেক সময় কৃষি অফিসের পরামর্শ ছাড়াই নিজ উদ্যোগে কীটনাশক ডিলারদের দোকান থেকে নিম্নমানের ওষুধ কিনে অপরিমিত মাত্রায় ব্যবহার করে কোন উপকার পাচ্ছে না। ফলে কৃষকদের অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে ।যার ফলে তারা আর্থিকভাবে লোকসানে পড়েছে। 


এক শ্রেণীর অসাধু নিম্নমানের কোম্পানির বিভিন্ন লোভের বিনিময়ে কীটনাশক ডিলারদের কাছে নিম্নমানের ঔষধ বিক্রি করছে। ওই নিম্নমানের ওষুধ অনেক সময় কৃষকরা ক্রয় করে সবজি সহ বিভিন্ন ফসলে ব্যবহার করে কোন উপকার পাচ্ছে না। উপকার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হয়। 


এ ব্যাপারে কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা দাস বলেন, আমাদের কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থাকেন। তাদের পরামর্শ নিয়ে সঠিক এবং পরিমিত পরিমানে বালাইনাশক  ব্যবহার করলে কৃষকরা উপকৃত হবে। আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে থাকি।



Post Top Ad

Responsive Ads Here