![]() |
মেয়ের বাড়িতে যাওয়া হলো না ট্রাকচাপায় নিহত বৃদ্ধার |
সালথা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মেয়ে-জামাই বাড়ি বেড়াতে এসে পাটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মলা রানী পতনদার (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সালথা বাজারের স্কুল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মলা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের মৃত বিনয় কুমার পতনদারের স্ত্রী।
নিহতের পরিবার জানান, সালথা বাজার থেকে নাতি সবুজ বিশ্বাসের মোটরসাইকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বৃদ্ধা নির্মলা। পথে সালথা স্কুল রোডে ব্যুরো বাংলাদেশ এনজিও সামনে একটি পাটবোঝাই ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন তিনি। এতে নির্মলা ঘটনাস্থলেই মারা যান।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।