চরভদ্রাসন-সদরপুরে এ বছর ফিতরা ১০০ টাকা নির্ধারণ - সময় সংবাদ | SOMOY SANGBAD Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, March 21, 2024

চরভদ্রাসন-সদরপুরে এ বছর ফিতরা ১০০ টাকা নির্ধারণ

 

চরভদ্রাসন-সদরপুরে এ বছর ফিতরা ১০০ টাকা নির্ধারণ
চরভদ্রাসন-সদরপুরে এ বছর ফিতরা ১০০ টাকা নির্ধারণ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার (চরভদ্রাসন-সদরপুর) উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এ বছর ফিতরা সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার চরভদ্রাসনের আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার মুফতিয়ানে কেরামের এক জরুরি পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।


দুপুর ১২ টায় সময় চরভদ্রাসনের আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার  প্রিন্সিপালের কার্যালয়ে মাদ্রাসার মুফতিয়ানে উলামায়ে কেরামের এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুস সবুর।


সভায় ২০২৪ সালের যাকাত ও সদকায়ে ফিতরা সংক্রান্ত বিশদ আলোচনা হয় এবং চরভদ্রাসন-সদরপুর ও পার্শবর্তী এলাকার বাজার অনুপাতে নিসফে সা’ = ১.৬৩৫ গ্রাম গম বা আটার মূল্য প্রতি কেজি ৬০/= হিসেবে ৯৮.১ টাকা এবং আদায়ের সুভিদার্থে ১০০ টাকা নির্ধারণ করা হয়। খেজুর অথবা কিসমিস দিয়ে আদায় করলে ১ সা’ = ৩.২৭০ গ্রাম মধ্যমানের খেজুর বা কিসমিসের মূল্য প্রতি কেজি ৬০০ টাকা হিসেবে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়।


সভায় এবছরের যাকাতের নিসাব নিয়েও আলোচনা করা হয় এবং প্রতি ভরি রুপার বর্তমান বাজার মূল্য ১,৪০০ টাকা হিসেবে সাড়ে ৫২ ভরি রুপার বাজার মূল্য ৭০ হাজার টাকা এবং প্রতি ভরি স্বর্ণের বাজার মূল্য ১,০৩,৫০০ টাকা হিসেবে ৭,৭৬,২৫০ টাকা যাকাতের নিসাব নির্ধারণ করা হয়। যার নিকট স্বর্ণের সাথে নগদ টাকা অথবা যাকাতের নিসাব যোগ্য অন্য কোনো সম্পদ থাকবে তাকে উপরোল্লেখিত রুপার নিসাব হিসেবে মোট সম্পদের শতকরা ২.৫% যাকাত আদায় করতে হবে।


সভায় চরভদ্রাসন বাজার জামে মসজিদের ইমাম ও আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর ও অত্র মাদ্রাসার মুফতিয়ানে কেরামগন উপস্থিত ছিলেন।


এসময় স্থানীয় ওলামাদের পাশাপাশি ফরিদপুর জেলার ওলামা ও সদরপুর উপজেলার ওলামাদের মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে উক্ত সিদ্ধান্তগুলো চুড়ান্ত হিসাবে গ্রহন করা হয়।



No comments: