ছাতক-দোয়ারায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন খেলাফত মজলিস প্রার্থী সাদিক সালীম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ছাতক-দোয়ারায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন খেলাফত মজলিস প্রার্থী সাদিক সালীম

 

ছাতক-দোয়ারায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন খেলাফত মজলিস প্রার্থী সাদিক সালীম
ছাতক-দোয়ারায় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন খেলাফত মজলিস প্রার্থী সাদিক সালীম


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম বলেছেন, তিনি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন, তবে ছাতক-দোয়ারাবাসী আর উন্নয়ন বঞ্চিত থাকবে না।


মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে আয়োজিত এক পথসভা ও পরবর্তী সংক্ষিপ্ত সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।


সভায় বক্তব্যে মাওলানা সাদিক সালীম বলেন, “আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছি, কিন্তু কেউ ছাতক-দোয়ারাবাসীর ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বরং তারা দেশের সম্পদ লুটপাট করেছে এবং জনগণের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থই বেশি বাস্তবায়ন করেছে।”


তিনি আরও বলেন, “এখন দেশের মানুষ সচেতন। তারা অন্ধ রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণ এখন পরিবর্তন চায়—আর সেই পরিবর্তন ঘটাতে ইসলামি দলকেই ক্ষমতায় দেখতে চায়।”


তিনি আসন্ন **ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “রিকশা প্রতীক”**ে দোয়া, ভোট ও সমর্থন কামনা করেন।


সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা সহসভাপতি মাওলানা আলী হায়দার, এবং সঞ্চালনা করেন মাওলানা মুফতি জসিমউদ্দীন নোমান ও মাওলানা মুফতি আব্দুল হাফিজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা ফজলুর রহমান,সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমত আলী,সিলেট মহানগর নির্বাহী সদস্য মাওলানা মুফতি আব্দুস সালাম,ছাতক পৌরসভার সাবেক সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন।


এছাড়াও বক্তব্য রাখেন—উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল মজিদ,উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক মানিক,এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আলাউর রহমান, মাওলানা মুফতি সুলতান মাহমুদ, ক্বারী আশিকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, সাইদুর রহমান সিদ্দিক, ডা. নুর আলম, ও নাসির উদ্দিন প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here