রাঙ্গামাটির বিলাইছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২২, ২০২৫

রাঙ্গামাটির বিলাইছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাঙ্গামাটির বিলাইছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাঙ্গামাটির বিলাইছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু



মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আকিল আহামদ (২০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত নওয়াব আলীর ছেলে।


মঙ্গলবার দুপুরে বিলাইছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের উচ্চতা থেকে পড়ে গুরুতর আহত হন শ্রমিক আকিল আহামদ। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রনি সরকার বলেন,“শ্রমিক আকিল আহামদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”


বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


স্থানীয়দের ধারণা, ভবনের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে।



Post Top Ad

Responsive Ads Here