কান্নারত শিশুকে ‘সাহায্যের কথা’ বলে নিয়ে ধর্ষণ: ডিএমপির কনস্টেবল গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২২, ২০২৫

কান্নারত শিশুকে ‘সাহায্যের কথা’ বলে নিয়ে ধর্ষণ: ডিএমপির কনস্টেবল গ্রেপ্তার

কান্নারত শিশুকে ‘সাহায্যের কথা’ বলে নিয়ে ধর্ষণ: ডিএমপির কনস্টেবল গ্রেপ্তার
কান্নারত শিশুকে ‘সাহায্যের কথা’ বলে নিয়ে ধর্ষণ: ডিএমপির কনস্টেবল গ্রেপ্তার

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃত কনস্টেবল মো. রুহুল আমিন (৪১) ডিএমপির ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বাসিন্দা হলেও নারায়ণগঞ্জের রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) দুপুরে শিশুটি ঢাকার কলাবাগান পুলিশ বক্সের সামনে কান্নাকাটি করছিল। ওই সময় বক্সে দায়িত্বরত কনস্টেবল রুহুল আমিন শিশুটিকে ‘সহায়তার কথা’ বলে নিজের হেফাজতে নেন। এরপর তিনি শিশুটিকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকার ফ্ল্যাটে আসেন এবং সেখানে তাকে ধর্ষণ করেন।


ধর্ষণের পর রুহুল আমিন শিশুটিকে নিয়ে পুনরায় ঢাকার দিকে যাওয়ার পথে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শিশুটি আবারও কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ওই কনস্টেবলকে আটক করা হয়।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সোমবার সন্ধ্যায় চাষাঢ়া থেকে কনস্টেবল রুহুল আমিনকে শিশুসহ আটক করা হয়। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত একটার দিকে সদর মডেল থানা পুলিশ অভিযুক্তকে বন্দর থানায় হস্তান্তর করে।


এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেপ্তার দেখায়।


ওসি লিয়াকত আলী নিশ্চিত করেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


এদিকে, মাদারীপুর জেলার বাসিন্দা ও ঢাকার কলাবাগানে গৃহকর্মী হিসেবে কাজ করা ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here