রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২২, ২০২৫

রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন



স্টাফ রিপোর্টার: মো. নাজমুল হোসেন ইমন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এটি চতুর্থ পর্যায়ের পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সুষ্ঠু সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”


তিনি আরও বলেন, “রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”


পুলিশ সুপার আশা প্রকাশ করেন যে, জেলার পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।


অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here