আড়াইহাজারে ইমন হত্যার ২ আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২২, ২০২৫

আড়াইহাজারে ইমন হত্যার ২ আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

আড়াইহাজারে ইমন হত্যার ২ আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার
আড়াইহাজারে ইমন হত্যার ২ আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার


মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত ইমন হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামী আল মাহাবুব (৩৭) ও দিল মোহাম্মদ (৬৫)কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


বুধবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হলে, আড়াইহাজার আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঈনউদ্দিন কাদির তাদের ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।


পিবিআই নারায়ণগঞ্জের একটি বিশেষ অভিযানিক দল খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানাধীন ইসলামপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা আসামিদের গ্রেপ্তার করে।


পিবিআই বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকায় অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ইমন (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের পিতা সিরাজ মিয়া আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।


মামলাটি ২১ অক্টোবর পিবিআই গ্রহণ করে তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন রনি তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে আসামি আল মাহাবুব ও দিল মোহাম্মদকে গ্রেপ্তার করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অন্য সহযোগীদের সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে ইমনকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া, প্রাথমিক তদন্তে জানা যায়, অটোরিকশা চুরির অভিযোগে আটককৃত এমরানকে ছাড়িয়ে নেওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়, এবং একপর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে হত্যা করে।



Post Top Ad

Responsive Ads Here