![]() |
| ক্রীড়ার মাধ্যমে তরুণদের যুক্ত করবে ছাত্রদল: আলফাডাঙ্গায় কেন্দ্রীয় নেতা সৈকত |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খান সৈকত বলেছেন, ছাত্রদল শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; দেশের তরুণ সমাজকে সুস্থ, মাদকমুক্ত এবং সুশৃঙ্খল রাখতে ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে তাদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে চায়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সৈকত আরও বলেন, “তরুণদের মধ্যে শৃঙ্খলা, প্রতিযোগিতা ও দেশপ্রেম বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের সংগঠন খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে ছাত্র সমাজ সঠিক পথে থাকে এবং সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।”
তিনি স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশনা দেন, সাংগঠনিক কাজের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিতে, যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
সভায় সৈকত উল্লেখ করেন, রাজনীতির ‘দুর্দিনে’ রাজপথের একজন কান্ডারী হিসেবে তিনি বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন, তবে কখনো নীতি ও আদর্শ থেকে সরে আসেননি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন:আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব,পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ,উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ মোল্যা ও আশরাফুল শেখ, প্রমুখ।

