ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

 

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে মাদ্রাসা ছাত্র মো. আমির হামজা (১৩) ওরফে হানজালা-র লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত রবিবার বিকেলে, যখন শিশুটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি।


মঙ্গলবার রাতেই উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামে একটি পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, অর্ধগলিত মরদেহটির মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।


আমির হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাসের ছেলে। সে গোপালপুর ইউনিয়নের চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার জামাতখানা বিভাগের দ্বিতীয় জামাতের ছাত্র।


পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় একটি জিডি করা হয়।


আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।"


ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।



Post Top Ad

Responsive Ads Here