বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আরও সাত-আটটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারের বাচ্চু মোল্লার মার্কেটে অবস্থিত নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ, জুতাসহ বিভিন্ন দোকান ভস্মীভূত হয়।


খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ জানান, “বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুন শুরু হয়। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”


সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, “আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়।”


বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশু শেখর বিশ্বাস বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।”


মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নিই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নয়।”


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, বাজারের দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here