সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে গিয়ে নিহত শিক্ষকের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, ধৈর্য ধারণের আহ্বান জানান এবং নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে শামা ওবায়েদ লিখেছেন, “সালথা উপজেলার কাগদী গ্রামের প্রিয়মুখ, সবার শ্রদ্ধার মানুষ ইব্রাহিম মাস্টার আজ ১৮ তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর এই অকাল প্রয়াণে সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আল্লাহ তায়ালা তাঁকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করুন—আমিন।”
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখ (৪৫)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম শেখকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় স্থানীয় গ্রামের ভেতর থেকে ওঠে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করা হয়।
নিহত শিক্ষকের অকাল মৃত্যুতে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী একজন মানবিক, পরিশ্রমী ও আদর্শ শিক্ষককে হারিয়ে শোকাভিভূত।