হ্রদের পানিতে ডুবে মারা গেল সেই বিরল গোলাপি হাতি শাবক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

হ্রদের পানিতে ডুবে মারা গেল সেই বিরল গোলাপি হাতি শাবক

 

হ্রদের পানিতে ডুবে মারা গেল সেই বিরল গোলাপি হাতি শাবক
হ্রদের পানিতে ডুবে মারা গেল সেই বিরল গোলাপি হাতি শাবক

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাঙামাটির বরকল উপজেলায় পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদে পড়ে মারা গেছে বিরল প্রজাতির এক বুনো হাতির শাবক। বন বিভাগের ধারণা, শাবকটি বিরল “গোলাপি হাতি” পরিবারের সদস্য ছিল।


ঘটনাটি ঘটেছে বরুনাছড়ি গ্রামের লিটনের টিলায়, যা পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন। সোমবার রাতে শাবকটি হ্রদে পড়ে মারা যায় বলে জানা গেছে।


ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মতিউর রহমান বলেন, “মৃত শাবকটি বিরল গোলাপি হাতির বলে প্রায় নিশ্চিত হয়েছি। বয়স আনুমানিক সাত-আট মাস। বুধবার ডিএফও, প্রাণিসম্পদ কর্মকর্তা ও উদ্ধার দল নিয়ে ঘটনাস্থলে যাই, কিন্তু মা হাতিসহ দলটি সেখানেই থাকায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।”


বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ জানান, “মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে গিয়ে দিনভর উদ্ধার চেষ্টা করেছি। কিন্তু মা হাতিটি তেড়ে আসে বলে কাছে যাওয়া যায়নি। মরদেহ উদ্ধার হলে ভেটেরিনারি সার্জন দিয়ে ময়নাতদন্ত করা হবে— তাতেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”


বন্যপ্রাণী গবেষক ইশতিয়াক হাসান বলেন, “হাতির শরীরে মেলানিন নামের উপাদান রঙের জন্য দায়ী। এই উপাদানের ঘাটতিতে অ্যালবিনিজম বা লিউসিজম নামে দুটি অবস্থা হয়। রাঙামাটির এই শাবকের গোলাপি আভা সম্ভবত ‘লিউসিজম’-এর ফল।”


তিনি আরও বলেন, “বাচ্চা হাতিটির মৃত্যুর পর মা হাতির ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা হৃদয়বিদারক। হাতিদের পারিবারিক বন্ধন মানুষের মতোই গভীর। সন্তান হারালে তারা নীরবে কাঁদে, মৃতদেহের পাশে দীর্ঘ সময় কাটায়। এই মা হাতিটিও যেন শোক কাটাতে পারছে না।”



Post Top Ad

Responsive Ads Here