![]() |
| ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাই ঘটনায় ভাইরাল ডন শরীফ গ্রেফতার |
নাজমুল হাসান নিরব:
ফরিদপুরে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত পিস্তল ঠেকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে ধরা পড়েছে কুখ্যাত ছিনতাইকারী মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ। তাকে সহকারী রায়হান মোল্লাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের গোয়ালচামোটে র্যাব–১০ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান।
র্যাব জানায়, আসামিদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত নকল পিস্তল, চোরাই মোটরসাইকেল, ১.৫ কেজি গাঁজা, ধারালো সুইচ গিয়ার ও ক্ষুর উদ্ধার করা হয়েছে।
ডন শরীফের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত ১০টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাসের ওপর মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়।
ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের চৌকস দল আসামিদের শনাক্ত করে।
এরপর শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা থানার একটি এলাকায় অভিযান চালিয়ে ডন শরীফ ও রায়হান মোল্লাকে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্যমতে, ডন শরীফ শুধু ছিনতাইকারী নন, তিনি ২০১৮ সালের স্টাফ নার্স অরুণিমা ভৌমিক হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি ভোরবেলা বা গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে ছিনতাই করতেন এবং একইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
গ্রেফতারকৃত ডন শরীফ ও তার সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের ফরিদপুর কোতোয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে, জানিয়েছে র্যাব-১০।

