![]() |
| সালথায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও পথচারীদের খাবার বিতরণ |
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা যুবদল তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। "গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য" প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং পথচারীদের মাঝে খাবার ও পানি বিতরণের মাধ্যমে এ কর্মসূচি সম্পন্ন করা হয়।
কর্মসূচির প্রথম পর্যায়ে কুমার নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলজ গাছ রোপণ করে পরিবেশ সংরক্ষণে গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির সমাপ্তি হয় সালথা সদর বাজার ও অন্যান্য বাজার এলাকায় পথচারীদের মাঝে খাবার ও পানি বিতরণের মাধ্যমে।
উপজেলা যুবদলের সভাপতি হাসান আশরাফের সভাপতিত্বে এবং মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা যুবদলসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সদস্যরা।
হাসান আশরাফ বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নেতৃত্বে আমরা যুবদলকে শক্তিশালী করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।"
তিনি আরও বলেন, "জন্ম থেকে আজ পর্যন্ত যুবদল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে।"

