আমতলী–তালতলীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার: এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৪, ২০২৫

আমতলী–তালতলীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার: এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আমতলী–তালতলীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
আমতলী–তালতলীর দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার: এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির এবং তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


এ খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে আমতলী ও তালতলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।


দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ জানুয়ারি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপি আমতলী উপজেলা আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিষ্কার করে। বহিষ্কারের পরও তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় ছিলেন। তৃণমূল নেতাদের দাবি—জালাল উদ্দিন ফকির আমতলীর বিএনপির “প্রাণপুরুষ” হিসেবে পরিচিত।


অন্যদিকে, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাককে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি হাতে পাওয়ার বিষয়টি তিনি নিজেও নিশ্চিত করেছেন।


তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন মোল্লা বলেন, “মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূল নেতাকর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছে। তিনি ছিলেন সবার অভিভাবকসুলভ নেতা।”


আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব উল আলম মৃধা বলেন, “পরীক্ষিত নেতা জালাল উদ্দিন ফকিরকে পুনর্বহাল করায় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এতে উপজেলা বিএনপি আরও শক্তিশালী হবে।”


পুনর্বহাল হওয়া দুই নেতা—জালাল উদ্দিন ফকির ও মোস্তাফিজুর রহমান মোস্তাক—কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ষড়যন্ত্রকারীদের ভুল তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে।


বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, “বহিষ্কারাদেশ প্রত্যাহার একটি ধারাবাহিক প্রক্রিয়া। নিয়মনীতি অনুযায়ী যাচাই-বাছাই করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”




Post Top Ad

Responsive Ads Here