বিএনপিতে বিভাজন হলে চরফ্যাশনের রাজনীতি ছাড়বো: নূরুল ইসলাম নয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৪, ২০২৫

বিএনপিতে বিভাজন হলে চরফ্যাশনের রাজনীতি ছাড়বো: নূরুল ইসলাম নয়ন

 

বিএনপিতে বিভাজন হলে চরফ্যাশনের রাজনীতি ছাড়বো: নূরুল ইসলাম নয়ন
বিএনপিতে বিভাজন হলে চরফ্যাশনের রাজনীতি ছাড়বো: নূরুল ইসলাম নয়ন

গিয়াসউদ্দিন, ভোলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের পাঁচ ইউনিয়নের বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় চরফ্যাশনের হোটেল মারুফ ইন্টারন্যাশনালে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নয়ন। তিনি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।


সভায় অংশ নেন দুলারহাট থানার নুরাবাদ, নীলকমল, আহাম্মদপুর, মুজিবনগর ও আবুবকরপুর ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন—নুরাবাদ ইউনিয়নের প্রভাষক জাহাঙ্গীর আলম, মাওলানা ওয়ালিউল্লাহ, সরোয়ার আলম, জুলফিকার আলী ভুট্টো; আহাম্মদপুর ইউনিয়নের কবির মোল্লা ও নজু পণ্ডিত; মুজিবনগর ইউনিয়নের ছাবের দালাল; নীলকমল ইউনিয়নের মহিউদ্দিন বেপারী, নওরোজ বাবুল ও আবুল কাশেম চেয়ারম্যানসহ আরও অনেকে।


সভায় সভাপতিত্ব করেন হেলাল উদ্দীন টিপু এবং সঞ্চালনা করেন ক্বাজী মনজুর। এছাড়া চরফ্যাশন উপজেলা বিএনপির মো. খাইরুল ইসলাম সোহেল, ভুট্টো ও কয়সর আহমেদ কমল নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, “বিএনপির ভেতরে যদি কেউ বিভাজন সৃষ্টি করতে চায়, তাহলে আমি চরফ্যাশনের রাজনীতির সঙ্গে আর যুক্ত থাকবো না। আলম ভাই দীর্ঘদিন ধরে দলের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে—এটা দলের সিদ্ধান্ত। এখানে আগে–পরে বলে কিছু নেই। আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অনুসারী।”


তিনি আরও বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে ভোটারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”


পরে নেতাকর্মীরা নূরুল ইসলাম নয়নকে সংসদে পাঠাতে এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকারের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



Post Top Ad

Responsive Ads Here