পাখির খাদ্যের আড়ালে চট্টগ্রাম বন্দরে ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ জব্দ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৬, ২০২৫

পাখির খাদ্যের আড়ালে চট্টগ্রাম বন্দরে ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ জব্দ!

 

পাখির খাদ্যের আড়ালে চট্টগ্রাম বন্দরে ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ জব্দ!
পাখির খাদ্যের আড়ালে চট্টগ্রাম বন্দরে ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ জব্দ!

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বন্দর দিয়ে পাখির খাদ্যের আড়ালে প্রায় ২৫ হাজার কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড (চড়ঢ়ঢ়ু ঝববফ) চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা বীজের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা অভিযান চালিয়ে এই বিশাল চালানটি জব্দ করে।


কাস্টমস সূত্রে জানা গেছে, মেসার্স আদিব ট্রেডিং নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ‘বার্ড ফুড’ ঘোষণায় দুটি কনটেইনারে মোট ৩২ হাজার কেজি পণ্য আমদানি করে।

প্রতিষ্ঠানটির পক্ষে সিঅ্যান্ডএফ (ঈ্ঋ) এজেন্ট হিসেবে কাজ করছিল এম এইচ ট্রেডিং লিমিটেড।


কনটেইনার পরীক্ষা করে দেখা যায়, সামনের দিকে রাখা আছে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড, আর ভেতরে লুকিয়ে রাখা হয়েছে ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড।


পরবর্তীতে পরীক্ষাগারে নমুনা যাচাইয়ে নিশ্চিত করা হয় যে পণ্যটি আমদানি নিষিদ্ধ পপি সিড।ঘোষণাকৃত পণ্যের মূল্য ছিল মাত্র ৩০ লাখ টাকা, কিন্তু জব্দকৃত পপি সিডের প্রকৃত বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।


চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানিকারক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



Post Top Ad

Responsive Ads Here