আমতলীর মুক্তা রানী পেলেন বেস্ট স্বপ্নজয়া পুরস্কার ২০২৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৯, ২০২৫

আমতলীর মুক্তা রানী পেলেন বেস্ট স্বপ্নজয়া পুরস্কার ২০২৫

 

আমতলীর মুক্তা রানী পেলেন বেস্ট স্বপ্নজয়া পুরস্কার ২০২৫
আমতলীর মুক্তা রানী পেলেন বেস্ট স্বপ্নজয়া পুরস্কার ২০২৫

আব্দুল্লাহ আল নোমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: 

তৃণমূল নারী নেতৃত্ব ও উদ্যোক্তা কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আমতলী ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানী মুক্তি পেয়েছেন ‘বেস্ট স্বপ্নজয়া’ পুরস্কার ২০২৫।


শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নাসেন্ট হোটেলে অনুষ্ঠিত স্বপ্নজয়া কনক্লেভ ২০২৫ অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশ এর যুব ও ন্যায়ভিত্তিক সমাজ কর্মসূচির অধীনে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।


মুক্তা রানী দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের উদাহরণ তৈরি করেছে।


পুরস্কারপ্রাপ্তির বিষয়ে মুক্তা রানী বলেন,“এই অর্জন শুধু আমার নয়, বরং উপকূলের নারীদের জয়। আমি বিশ্বাস করি, প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা সুযোগ পেলে দেশকে আরও এগিয়ে নিতে পারবে।”


স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন।



Post Top Ad

Responsive Ads Here