![]() |
| মিরসরাইয়ে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের কিশোরী |
মো : নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঘাস কাটতে গিয়ে ১১ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার (৩৫) পলাতক রয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। সে সময় তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে আনোয়ার। একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর মামা জানান, ভাগিনীকে একা পেয়ে আনোয়ার এই জঘন্য কাজ করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বর্তমানে আমরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
ঘটনার পরপরই ভুক্তভোগীকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আদিব ইসমাঈল বলেন, "দুপুরের দিকে এক কিশোরীকে আমাদের জরুরি বিভাগে আনা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার প্রয়োজনে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, "কিশোরী ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলছি। তাদের অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।"

