বোয়ালমারীতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে হত্যা: কাঁচামাল ব্যবসায়ীর অজ্ঞাত লাশ শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

বোয়ালমারীতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে হত্যা: কাঁচামাল ব্যবসায়ীর অজ্ঞাত লাশ শনাক্ত

 

বোয়ালমারীতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে হত্যা: কাঁচামাল ব্যবসায়ীর অজ্ঞাত লাশ শনাক্ত

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের উত্তরটিলি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহিম (৩৪)। তিনি ঢাকায় ডাব ও বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবসা করতেন।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ইব্রাহিম তার চাচাতো ভাই ও পিকআপ চালক মো. হোসেনের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে ভাটিয়াপাড়ার একটি হোটেলে খাওয়া শেষে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যান। সেখানে তাদের হাত-পা বেঁধে রাখার পর মো. হোসেনকে মারধর করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, কিন্তু ইব্রাহিমকে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায় তারা।


পরবর্তীতে আহত হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সুস্থ হয়ে হোসেন ঢাকায় গিয়ে ইব্রাহিমের পরিবারকে ঘটনার তথ্য জানান।


পিকআপ চালক মো. হোসেন জানান, তিনি এবং ইব্রাহিম একই গ্রামের বাসিন্দা ও চাচাতো ভাই। ভাটিয়াপাড়ার হোটেলে ডিবি পরিচয়ে তাদের ছবি তোলা হয় এবং বের হওয়ার পর হাত-পা বেঁধে তুলে নেওয়া হয়। পরে তাকে বেদম মারধর করে ফেলে দেওয়া হয়।


নিহতের ভাই ফরহাদ মোল্যা বলেন, “আমার ভাই ডাব ও কাঁচামাল ব্যবসা করতেন। ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত বিচার চাই, যেন আর কেউ এমন নির্মমভাবে মারা না যায়। আমরা হত্যাকারীদের শনাক্ত ও শাস্তি দাবি করছি।” তিনি আরও বলেন, যে হোটেলে তারা ছিল, সিসি টিভি ফুটেজ উদ্ধার করলে অপরাধীদের শনাক্ত সহজ হবে।


বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।


উল্লেখ্য, শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


Post Top Ad

Responsive Ads Here