শাহজালাল বিমানবন্দরে ১,৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ১,৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক

 

শাহজালাল বিমানবন্দরে ১,৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক
শাহজালাল বিমানবন্দরে ১,৩০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তি আটক

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১,৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়।


এপিবিএন সূত্রে জানা যায়, অভিযানের সময় পুলিশ আসার খবর পেয়ে পালানোর চেষ্টা করছিল নূরুল আলমকে দ্রুত আটক করা হয়। পরে তাকে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালানো হলে তার গলায় ঝোলানো হজ্জের কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার ডান পকেটে ১,৩০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৩,৯৭০ সৌদি রিয়াল পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের কারুকাজ ২১, ২২ ও ২৪ ক্যারেটের।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আলম স্বীকার করেছেন যে, বিভিন্ন বিদেশি যাত্রীর সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানে জড়িত ছিলেন। তিনি বিমানবন্দরে একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করতেন।


এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে আমরা সবসময় তৎপর। যেকোনো ধরনের চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”


এপিবিএন আরও জানায়, চলতি বছরে এ পর্যন্ত মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটককৃত নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/বি(১)(বি) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Post Top Ad

Responsive Ads Here