বাঁশখালীতে রিপু হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ২৪, ২০২৫

বাঁশখালীতে রিপু হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেপ্তার

বাঁশখালীতে রিপু হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেপ্তার
বাঁশখালীতে রিপু হত্যা মামলার পলাতক আসামি মোক্তার গ্রেপ্তার



মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের বাঁশখালীতে আলোচিত রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর জলদী কাজী মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


র‍্যাব-৭ জানায়, জায়গা–সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকে ২৩ অক্টোবর রিপু আক্তারের সঙ্গে কয়েকজনের কথা–কাটাকাটি ও দুর্ব্যবহারের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই দিনের বিকেলেই রিপুর ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার পর নিহত রিপুর স্বামী বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে মো. মোক্তার হোসেনসহ কয়েকজনকে আসামি করা হয়।


র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোক্তার হোসেনের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here