![]() |
| চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর ১৯ লাখ টাকার মালামাল লুট, আসামি গ্রেপ্তার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম বিমানবন্দর থেকে এ কে খান বাসস্ট্যান্ডে যাওয়ার পথে লিংক রোড এলাকায় ডাকাতদলের হামলার শিকার হন।
ডাকাতরা তার কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ মোট ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার সম্পদ লুট করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী হালিশহর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যেখানে ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ মঙ্গলবার রাতেই চান্দগাঁও থানার নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭’র কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি আরও বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ অপরাধ করে পার পাবে না। পলাতক আসামিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

