চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর ১৯ লাখ টাকার মালামাল লুট, আসামি গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৬, ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর ১৯ লাখ টাকার মালামাল লুট, আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর ১৯ লাখ টাকার মালামাল লুট, আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর ১৯ লাখ টাকার মালামাল লুট, আসামি গ্রেপ্তার


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।


গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম বিমানবন্দর থেকে এ কে খান বাসস্ট্যান্ডে যাওয়ার পথে লিংক রোড এলাকায় ডাকাতদলের হামলার শিকার হন।


ডাকাতরা তার কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ মোট ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার সম্পদ লুট করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী হালিশহর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যেখানে ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ মঙ্গলবার রাতেই চান্দগাঁও থানার নুরুজ্জামান নাজির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে।


পরবর্তীতে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন। 


তিনি আরও বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ অপরাধ করে পার পাবে না। পলাতক আসামিদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।”



Post Top Ad

Responsive Ads Here