দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৬, ২০২৫

দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 

দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।


থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাহিদুল হকের দিকনির্দেশনায় থানার এসআই মোহন রায়-এর নেতৃত্বে এএসআই মো. আলী আকবর বাবুল, এএসআই আশরাফ খান ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।


রাত ১১টা ৩০ মিনিটের দিকে থানার ৯নং সুরমা ইউনিয়নের মারপশি এলাকায় অভিযান চালিয়ে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


👮 আটক ব্যক্তিরা হলেন—আব্দুল লতিফ (৬০), পিতা: মৃত রিয়াছত আলী, সাং মারপশি,ফরিদ মিয়া (৩৯), পিতা: মৃত ওয়ারিছ আলী, সাং খাগুড়া,নেহার বেগম (৫০), স্বামী: করম আলী, সাং মারপশি-সকলেই দোয়ারাবাজার থানার বাসিন্দা।


ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করেছে।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সুশীল ব্যক্তি ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে।”


স্থানীয়রা জানিয়েছেন, দোয়ারাবাজার থানা পুলিশের এই ধারাবাহিক অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি ও আস্থা সৃষ্টি করেছে।



Post Top Ad

Responsive Ads Here