![]() |
| অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করল পুলিশ সদর দপ্তর |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহায়তা করলে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। বুধবার (৫ নভেম্বর) এক সরকারি বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে প্রকৃত সন্ধানদাতাদের আর্থিকভাবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের ধরনভেদে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—
এলএমজি (খরমযঃ গধপযরহব এঁহ): ৫,০০,০০০ টাকা
এসএমজি (ঝঁন গধপযরহব এঁহ): ১,৫০,০০০ টাকা
চায়না রাইফেল: ১,০০,০০০ টাকা
পিস্তল বা শটগান: ৫০,০০০ টাকা
প্রতি রাউন্ড গুলি: ৫০০ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুণ্ঠিত অস্ত্র বা গোলাবারুদের প্রকৃত তথ্যদাতা বা সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, এবং যাচাই-বাছাই শেষে ঘোষিত পুরস্কার প্রদান করা হবে।
পুলিশ সদর দপ্তর জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

