
চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে রিট: রায় ৪ ডিসেম্বর
মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব হস্তান্তরের বৈধতা নিয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার তারিখ আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ তারিখ ঘোষণা করেন।
নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত ৩০ জুলাই রিট আবেদন দাখিল করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে।
পরে ধারাবাহিক শুনানির অংশ হিসেবে গত ২০ নভেম্বর আদালত চুক্তি–সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ দেন।
রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনসহ আরও কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
২০০৭ সালে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর একটি। নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনে বন্দর কর্তৃপক্ষ বিনিয়োগ করেছে ২ হাজার ৭১২ কোটি টাকা। দেশের মোট আমদানি–রপ্তানির বড় অংশের কনটেইনার এই টার্মিনালের মাধ্যমে পরিবহন হয়ে থাকে।
রায়ের ফলাফলের দিকে এখন বন্দর সংশ্লিষ্ট মহল এবং ব্যবসায়ীরা গভীর আগ্রহে তাকিয়ে আছেন।
