সুনামগঞ্জ -৫ আসনে জামায়াতের এমপি প্রার্থী সালাম মাদানীর উদ্যোগে রাস্তা সংস্কার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০১, ২০২৫

সুনামগঞ্জ -৫ আসনে জামায়াতের এমপি প্রার্থী সালাম মাদানীর উদ্যোগে রাস্তা সংস্কার

 

সুনামগঞ্জ -৫ আসনে জামায়াতের এমপি  প্রার্থী সালাম মাদানীর উদ্যোগে রাস্তা সংস্কার
সুনামগঞ্জ -৫ আসনে জামায়াতের এমপি  প্রার্থী সালাম মাদানীর উদ্যোগে রাস্তা সংস্কার 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর উদ্যোগে নোয়ারাই, চৌমুহনী ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।


স্থানীয় স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ সংস্কারের আওতায় নরসিংপুর ইউনিয়ন থেকে ছাতকের নোয়ারাই ইউপি’র চৌমুহনী বাজার সংযোগ সড়ক, চৌমুহনী বাজার–চাঁনপুরের কচুদাইর রাস্তা, রাজারগাঁও রাস্তা, মানিকপুর মসজিদ সড়ক এবং দক্ষিণ গোদাবাড়ীর রাস্তার বিভিন্ন অংশ নতুনভাবে মেরামত করা হয়।


জামায়াতে ইসলামী চৌমুহনী বাজার ইউনিটের নেতাকর্মীরা এ কাজে নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন নোয়ারাই ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মাওলানা কাওছার আলম, ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজ ডাক্তার বিলাল হোসেন, মানিকপুর ইউনিট সভাপতি হারিছ মিয়া, সেক্রেটারি শওকত আলী, নোয়ারাই ইউনিয়ন শিবির সভাপতি রাকিবুল ইসলাম, সেক্রেটারি হাফিজ সিদ্দিক আহমদ, জামায়াত নেতা মাস্টার আব্দুল হাই, জুবেল আহমদ, মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ নুর উদ্দিন, খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


স্থানীয় সূত্রে জানা যায়, এসব রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষায় কাদামাটি আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বহুদিন ধরে এলাকাবাসী এই সড়কগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছিল।


নোয়ারাই ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মাওলানা কাওছার আলম বলেন, “বিগত কয়েক বছর জনপ্রতিনিধিদের জানালেও আমাদের রাস্তাটি সংস্কার হয়নি। আজকে জামায়াতের উদ্যোগে এটি মেরামত হওয়ায় সাধারণ মানুষের কষ্ট অনেকটাই কমবে।”


সংস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানান।


এ বিষয়ে এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,“নোয়ারাই এলাকার বহু রাস্তা স্বাধীনতার পর থেকে অবহেলিত। মানুষের ভোগান্তি লাঘবের জন্য স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শে আমরা এ উদ্যোগ নিয়েছি। জামায়াতে ইসলামী সবসময় জনকল্যাণে বিশ্বাসী। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”



Post Top Ad

Responsive Ads Here