সিলেটের শাহজালাল মাজারে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০১, ২০২৫

সিলেটের শাহজালাল মাজারে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

সিলেটের শাহজালাল মাজারে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল
সিলেটের শাহজালাল মাজারে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল


সিলেট প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর রবিবার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া পরিচালিত হয়।


দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, নেক হায়াত ও দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।


যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও মিডলসেক্স বিএনপির সভাপতি দানবীর আলহাজ্ব বশির আহমদের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি এক বার্তায় বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেত্রী গুরুতর অসুস্থ। দেশবাসীর দোয়া, ভালোবাসা ও আল্লাহর রহমতেই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।” তিনি দেশনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন,“সব মুসলমানের সুস্থতা কামনা করা আমাদের ধর্মীয় দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের জন্য দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তার আরোগ্য দেশের মানুষের প্রত্যাশা।”



তিনি দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।



Post Top Ad

Responsive Ads Here