ফাঁসি চাই! বাউল শিল্পীর মৃত্যুদণ্ড দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০১, ২০২৫

ফাঁসি চাই! বাউল শিল্পীর মৃত্যুদণ্ড দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং

 

ফাঁসি চাই! বাউল শিল্পীর মৃত্যুদণ্ড দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং
ফাঁসি চাই! বাউল শিল্পীর মৃত্যুদণ্ড দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার স্থানীয় উলামায়ে কেরাম ও সচেতন নাগরিক সমাজ। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।


প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা লিখিত বক্তব্যে বলেন, অভিযুক্ত বাউল শিল্পীর বক্তব্য ধর্মীয় সংবেদনশীলতায় আঘাত হেনেছে বলে তারা মনে করেন। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করার আহ্বান জানান।


লিখিত বিবৃতিতে উলামায়ে কেরাম দেশের বিভিন্ন স্থানে বাউল সাধনার কিছু মতবাদ ও আচরণকে বিতর্কিত বলে মন্তব্য করেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের তদন্ত ও বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানান।


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা কওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসানউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাদী জসিম, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল্লাহ এবং খেলাফত যুব মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে স্থানীয় সূত্র জানায়।



Post Top Ad

Responsive Ads Here