বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট

 

বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট
বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট

মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জাতির গৌরবময় এই দিন। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত দৃষ্টিনন্দন ফ্লাই পাস্ট কর্মসূচি বিজয়ের আনন্দকে আরও বর্ণিল করে তুলেছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার আকাশজুড়ে অনুষ্ঠিত হয় বিমান বাহিনীর মনোমুগ্ধকর আকাশ প্রদর্শনী। নীল আকাশে গর্জে ওঠা যুদ্ধবিমানের ফরমেশন মুহূর্তেই দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। সৈকতে অবস্থানরত পর্যটক, স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোররা মুগ্ধ হয়ে উপভোগ করেন এই অনন্য দৃশ্য।


ফ্লাই পাস্টে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অত্যাধুনিক এফ-৭ বিডিআই (ঋ-৭ ইএও) যুদ্ধবিমান ফরমেশনে অংশ নেয়। প্রায় ২০ মিনিটব্যাপী এই আকাশ প্রদর্শনীতে ফুটে ওঠে বিমান বাহিনীর উচ্চমাত্রার পেশাদারিত্ব, দক্ষতা ও যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা। সুনিপুণ কৌশলে পরিচালিত এই ফরমেশন ফ্লাইট মহান বিজয় দিবসের চেতনা ও গৌরবকে নতুন মাত্রা দেয়।


“বাংলার আকাশ রাখিব মুক্ত”—এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষায় সর্বদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। ফ্লাই পাস্ট কর্মসূচির মাধ্যমে সামরিক সক্ষমতার প্রদর্শনের পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর দৃঢ় প্রত্যয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।


বিজয়ের মাসে কক্সবাজারের আকাশে এই গর্বের উড্ডয়ন জাতির ইতিহাস, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর এই উদ্যোগ মহান বিজয় দিবস উদযাপনে যোগ করেছে বিশেষ তাৎপর্য, যা দর্শনার্থীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান থাকবে।



Post Top Ad

Responsive Ads Here