বাঁশখালীতে ডিবির অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বাঁশখালীতে ডিবির অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

 

বাঁশখালীতে ডিবির অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২
বাঁশখালীতে ডিবির অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার দক্ষিণ চৌমুহনী বাজারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের সময় একটি সন্দেহজনক টেম্পু তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ গ্রেপ্তার করা হয় নোয়াখালীর হাতিয়া উপজেলার খুরশিল আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর এলাকার পুখিয়ার মো. হাসান ওরফে আকাশ (২৭) কে।


চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


স্থানীয়দের দাবি, বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের মধ্যম চেচুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের হুজিত্তাপাড়া ও নাপিতপাড়ার মোহনায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের একটি চক্র সক্রিয় রয়েছে। কয়েক মাস আগে ওই এলাকায় পুলিশের অভিযানে একটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হলেও মূল হোতা পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, পলাতক ওই মাদক কারবারির সঙ্গে অস্ত্রচালানকারীদের যোগসূত্র থাকতে পারে এবং এলাকাটিতে অস্ত্র সরবরাহের চেষ্টা চলছিল।


বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’



Post Top Ad

Responsive Ads Here