![]() |
| সদরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন |
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের দিন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস ২০২৫।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানাচত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর উপজেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলার রাজাচর ওয়াজিবুল্লাহ কান্দী গ্রামে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
সকাল সাড়ে ৯টায় সদরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, কাব স্কাউট এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ মার্চপাস্ট প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর দেশের সব শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় উপজেলা পরিষদ পার্কে চারু ও কারু শিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। বিকেল সাড়ে ৪টায় সদরপুর স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা একাদশ বনাম সুধী একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।

