কক্সবাজারে এসপি পরিচয়ে প্রতারণা, নিজেই সতর্ক করলেন এসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

কক্সবাজারে এসপি পরিচয়ে প্রতারণা, নিজেই সতর্ক করলেন এসপি

কক্সবাজারে এসপি পরিচয়ে প্রতারণা, নিজেই সতর্ক করলেন এসপি
কক্সবাজারে এসপি পরিচয়ে প্রতারণা, নিজেই সতর্ক করলেন এসপি

 


মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনার পর এবার পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


বুধবার বিষয়টি প্রকাশ্যে আসার পর কক্সবাজারের পুলিশ সুপার নিজেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সতর্কবার্তা দেন। তিনি জানান, তার নাম ও ছবি ব্যবহার করে কেউ যদি হোয়াটসঅ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বার্তা পাঠায় কিংবা আর্থিক লেনদেনের অনুরোধ করে, তবে তা সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে করা হচ্ছে।





পুলিশ সুপার আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর পরিচয়ে ব্যক্তিগত নম্বর থেকে টাকা চাওয়া, সহায়তার অনুরোধ বা সন্দেহজনক বার্তা পেলে সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা না করে অবিলম্বে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।


এ ধরনের প্রতারণার ঘটনায় নতুন করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here