গোপনে দুই দিনে ছোট সাজ্জাদ ও স্ত্রী তামান্নার জামিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

গোপনে দুই দিনে ছোট সাজ্জাদ ও স্ত্রী তামান্নার জামিন

গোপনে দুই দিনে ছোট সাজ্জাদ ও স্ত্রী তামান্নার জামিন
গোপনে দুই দিনে ছোট সাজ্জাদ ও স্ত্রী তামান্নার জামিন


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের একাধিক আলোচিত হত্যা মামলায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন গোপনে দুই দিনে চারটি মামলায় জামিন পেয়েছেন। তবে তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্ত হওয়ার সুযোগ নেই।


আইনজীবী সূত্রে জানা গেছে, চারটি হত্যা মামলায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জামিন দিলেও অন্যান্য মামলার কারণে তারা এখনও কারাগারেই থাকছেন। ছোট সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার বিরুদ্ধে চট্টগ্রামে জোড়া খুন ও প্রকাশ্যে সন্ত্রাসী বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অন্যদিকে তার স্ত্রী তামান্নার বিরুদ্ধেও হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে।


সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, কারাবন্দি অবস্থায় চারটি মামলায় সাজ্জাদ ও তামান্না জামিন পেয়েছেন এবং সংশ্লিষ্ট জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।


আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর চান্দগাঁও থানার দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় হাইকোর্ট সাজ্জাদ ও তামান্নাকে জামিন দেন। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় এ দম্পতিসহ তিনজনকে জামিন দেওয়া হয়। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক হত্যা এবং আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলাতেও তারা জামিন পান।


চারটি মামলাতেই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে জামিন আদেশে স্বাক্ষর ও নথিপত্র পাঠাতে বিলম্ব হওয়ায় তা চট্টগ্রাম আদালতে পৌঁছায় প্রায় আড়াই মাস পর, গত ৮ ডিসেম্বর।


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলার জামিননামা এসেছে। তার স্ত্রী তামান্নার চারটি মামলায় জামিননামা পাওয়া গেছে। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে রয়েছেন। সংশ্লিষ্ট কাগজপত্র ওই দুই কারাগারে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে এবং নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তাকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল।


এরপর চলতি বছরের ১০ মে চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় মামলায় তার স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করে পুলিশ।



Post Top Ad

Responsive Ads Here