![]() |
| শাহজালালে বিপুল পরিমাণ স্পাই ডিভাইস উদ্ধার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ইলেকট্রনিক স্পাই ডিভাইস ও অন্যান্য সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিমানবন্দর থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৭৬টি ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৫০টি ইয়ারপিস, ৩টি ল্যাপটপ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, শাহারুন আলী সাধারণ যাত্রীর ছদ্মবেশে চীন থেকে এসব ডিভাইস দেশে নিয়ে আসেন। পরবর্তীতে বিমানবন্দরে অপেক্ষারত চক্রের আরেক সদস্য মো. ইকবাল হোসেন জীবনকে সঙ্গে নিয়ে বিমানবন্দর ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, উদ্ধারকৃত স্পাই ডিভাইসগুলো আমদানি নিষিদ্ধ পণ্য। অতীতে এসব ডিভাইস জালিয়াতির কাজে, বিশেষ করে নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আর্মড পুলিশ নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

