বান্দরবানে গহীন জঙ্গলে গাঁজা চাষের সন্ধান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বান্দরবানে গহীন জঙ্গলে গাঁজা চাষের সন্ধান

বান্দরবানে গহীন জঙ্গলে গাঁজা চাষের সন্ধান
বান্দরবানে গহীন জঙ্গলে গাঁজা চাষের সন্ধান


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

বান্দরবানের থানচি উপজেলার গহীন জঙ্গলে গাঁজা চাষের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজাসহ এক চাষিকে আটক করেছে যৌথবাহিনী।


আটক চাষির নাম থনরুই ম্রো (২২)। তিনি থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাখয় ম্রো কমান্ডার গ্রামের বাসিন্দা এবং নিয়াপিও ম্রো-এর পুত্র।


বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সাখয় ম্রো কমান্ডার গ্রামের অদূরে গহীন জঙ্গলের প্রায় দুই একর উঁচু-নিচু পাহাড়ি জমিতে গাঁজা চাষের অস্তিত্ব শনাক্ত করে। অভিযানে জুম বাগানে চাষ করা গাঁজা গাছগুলো ধ্বংস করা হয় এবং ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।


থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



Post Top Ad

Responsive Ads Here