আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

 

আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আমতলীতে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।


বৃহস্পতিবার (তারিখ) বিকেল ১টার দিকে আমতলী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম।


মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলী উপজেলাকে একটি উন্নত, সুশাসিত ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, সাংবাদিক এবং সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সহায়ক হবে।


এ সময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


মতবিনিময় সভায় আমতলীতে কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।



Post Top Ad

Responsive Ads Here