সুনামগঞ্জ-৫ আসনে এনপিপির মনোনয়ন পেলেন আজিজুল হক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

সুনামগঞ্জ-৫ আসনে এনপিপির মনোনয়ন পেলেন আজিজুল হক

 

সুনামগঞ্জ-৫ আসনে এনপিপির মনোনয়ন পেলেন আজিজুল হক
সুনামগঞ্জ-৫ আসনে এনপিপির মনোনয়ন পেলেন আজিজুল হক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মনোনয়ন পেয়েছেন আজিজুল হক। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের জোয়াইরগাঁও গ্রামের বাসিন্দা এবং মরহুম আলকাছ আলীর পুত্র।


আজিজুল হক বর্তমানে এনপিপি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং দোয়ারাবাজার উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।


মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজিজুল হক বলেন, “মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে পুঁজি করেই আমি রাজনীতি করছি। এই মনোনয়ন আমার জন্য শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি জনগণের প্রতি একটি অঙ্গীকার।” তিনি ছাতক–দোয়ারাবাজার আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, সুশাসন প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, “বিভেদ নয়, ঐক্য ও সততার রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এ আসনের মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব।”


সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল হক জনগণের সমর্থন কামনা করেন এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।



Post Top Ad

Responsive Ads Here