হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য দেলোয়ার নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০৮, ২০২৫

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য দেলোয়ার নিহত

 

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য দেলোয়ার নিহত
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য দেলোয়ার নিহত

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্য দেলোয়ার হোসেন (২৯) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত দেলোয়ার সকালে মোটরসাইকেল যোগে চট্টগ্রামের কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কীভাবে দুর্ঘটনার শিকার হলেন—এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।


রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি। হাইওয়ে থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।”


প্রসঙ্গত, চট্টগ্রাম–হাটহাজারী–নাজিরহাট আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here