দোয়ারাবাজারে প্রবাসী পরিবারকে হয়রানি ও জমি দখলের অপচেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

দোয়ারাবাজারে প্রবাসী পরিবারকে হয়রানি ও জমি দখলের অপচেষ্টা

 

দোয়ারাবাজারে প্রবাসী পরিবারকে হয়রানি ও জমি দখলের অপচেষ্টা
দোয়ারাবাজারে প্রবাসী পরিবারকে হয়রানি ও জমি দখলের অপচেষ্টা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজারে এক প্রবাসী পরিবারকে লক্ষ্য করে চলমান হয়রানি, ভয়ভীতি, জবরদখলের হুমকি এবং মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. হোসাইন (৩৫)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে তিনি এসব অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরেন।


সংবাদ সম্মেলনে হোসাইন জানান, একই এলাকার মো. আব্দুর রহিমের ছেলে ডা. নাজিম হোসেন তার বড় ভাই শামীম আহমদসহ সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিরোধীয় খাসজমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তিনি দাবি করেন—বিবাদীপক্ষ জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে।


হোসাইনের অভিযোগ, এর আগেও বিবাদীরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিল। গত ২১ আগস্ট ২০২৫ তারিখে উচ্চ আদালতে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি পিটিশন দায়ের করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। একই ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর ২০২৫ ‘মধ্যস্থতা’ নামক কৌশলে তার পরিবারকে মানসিকভাবে চাপে ফেলতে নানা অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়।


তিনি আরও জানান, বিবাদীপক্ষ আর্থিক ও সামাজিক প্রভাব ব্যবহার করে এর আগেও স্থানীয়দের জমি দখল করেছে। এবার তার জমি দখলের লক্ষ্যে পরিবারকে ঘরছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি উৎপাদিত তিন বস্তা ধানসহ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, যা তার পরিবারের জন্য মারাত্মক চাপ সৃষ্টি করেছে।


আবেগঘন কণ্ঠে হোসাইন বলেন, “আমি খুব সাধারণ পরিবারের মানুষ। আমাদের ওপর যে অন্যায়-অবিচার চলছে, তার ন্যায়বিচার চাই। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন—আমাদের পরিবারকে বাঁচানো হোক।”


সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সঠিক তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


সংবাদ সম্মেলনের শেষে মো. হোসাইন দোয়ারাবাজার থানা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



Post Top Ad

Responsive Ads Here